মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুর জেলা বিএনপির সাইবার কমিটি ঘোষণা সভাপতি হ্নদয়, সা: সম্পাদক আফ্রিদি

কমলনগর-রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ পিএম
লক্ষ্মীপুর জেলা বিএনপির সাইবার কমিটি ঘোষণা
expand
লক্ষ্মীপুর জেলা বিএনপির সাইবার কমিটি ঘোষণা

লক্ষ্মীপুর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের পূনাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। দেশব্যাপী সংগঠনকে আরও শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্য নিয়ে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সত্য, ন্যায় ও জাতীয়তাবাদী আদর্শ তুলে ধরার প্রত্যয়ে (৮ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসেনের যৌথ স্বাক্ষরে জারিকৃত প্যাডে লক্ষ্মীপুর জেলা সাইবার দলের কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে হ্নদয় খাস রিদু, সাধারণ সম্পাদক হিসেবে কাজী আরাফাত রহমান আফ্রিদি এবং দপ্তর সম্পাদক হিসেবে তাহেদুল ইসলাম হিমেলসহ মোট আট সদস্যের একটি আংশিক জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নবনির্বাচিত কমিটির সভাপতি হ্নদয় খার রিদু বলেন, “ডিজিটাল যুগের তথ্যযুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করতে সাইবার দলের প্রতিটি সদস্য দায়বদ্ধ। দায়িত্ব, শৃঙ্খলা ও সংগঠনের প্রতি অঙ্গীকার নিয়ে আমরা সামনে এগিয়ে যাব এবং লক্ষ্মীপুর জেলা সাইবার দলকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলব।”

সাধারণ সম্পাদক কাজী আরাফাত রহমান আফ্রিদি বলেন, “প্রযুক্তিনির্ভর আন্দোলন আজ সময়ের দাবি। আমরা যাচাই বাছাই করা তথ্য জনগণের সামনে তুলে ধরতে কাজ করব এবং সংগঠনকে গতিশীল করতে তরুণদের আরও সম্পৃক্ত করা হবে।”

নবঘোষিত কমিটির নেতৃবৃন্দ জানান, দায়িত্ব পাওয়ায় তারা কৃতজ্ঞ এবং সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সকলের সহযোগিতা নিয়ে একসাথে কাজ করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X