মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

'ভারতের কথা না শুনার কারণে জামায়াতের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়েছে'

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম
লক্ষ্মীপুর–২ আসনের মনোনীত প্রার্থী রুহুল আমীন ভূইয়া
expand
লক্ষ্মীপুর–২ আসনের মনোনীত প্রার্থী রুহুল আমীন ভূইয়া

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর ও লক্ষ্মীপুর–২ আসনের মনোনীত প্রার্থী রুহুল আমীন ভূইয়া অভিযোগ করে বলেছেন, ভারতের তাবেদারি না করার কারণেই মাওলানা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লাসহ জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলানো হয়েছে। আল্লামা সাঈদীর মতো শীর্ষ আলেমদেরও মৃত্যুবরণ করতে হয়েছে। তবুও জামায়াতকে নিঃস্ব করা যায়নি, বরং জনপ্রিয়তা আরও বেড়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে রায়পুরের কেরোয়া ইউনিয়ন পরিষদ মাঠে দাঁড়িপাল্লার জনসভায় তিনি এসব মন্তব্য করেন।

রুহুল আমীন ভূইয়া বলেন, অন্যান্য রাজনৈতিক দলের কর্মী–সমর্থক কমলেও জামায়াতের লোক সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এজন্যই সব দলের আক্রোশের কেন্দ্রবিন্দু জামায়াতে ইসলামি। তাই জামায়াতের বিরুদ্ধে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে।

তিনি দাবি করেন, আগামী নির্বাচনে জামায়াত সরকার গঠন করবে। ক্ষমতায় গেলে লক্ষ্মীপুরে রেললাইন স্থাপন করা হবে। অতীতে জামায়াতের যেসব নেতা–মন্ত্রী দায়িত্বে ছিলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরোয়া ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ দেলোয়ার হোসেন। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মো. হারুনর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর সাইয়েদ মাওলানা নাজমুল হুদা, সেক্রেটারি এডভোকেট আব্দুল আউয়াল রাছেল, ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ ইউনুস, নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসাইন, এডভোকেট জহির আলম, জয়নাল আবেদীন, আহসান উল্লাহসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X