

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ২ নম্বর চর বাদাম ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন লক্ষ্মীপুর–৪ (রামগতি–কমলনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এ আর হাফিজ উল্যাহ।
গণসংযোগের এক পর্যায়ে তিনি স্থানীয় কৃষকদের সঙ্গে আলাপ–আলোচনা করেন এবং এক কৃষকের পাকা ধান কেটে সহযোগিতা করেন। এতে এলাকাবাসীর মধ্যে বেশ সাড়া পড়ে এবং সাধারণ মানুষের মাঝে উচ্ছ্বাস দেখা যায়।
প্রচারণায় রামগতি ও আশপাশের বিভিন্ন এলাকার জামায়াতের নেতাকর্মীরা যুক্ত হন। তারা পথসভা, হ্যান্ডবিল বিতরণ ও ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সমর্থন চান। পুরো এলাকাজুড়ে নির্বাচনী উত্তাপ ও কর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
মন্তব্য করুন
