

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ার ভেড়ামারায় আখের জমিতে যাওয়ার পথে নৌকা ডুবে দুই কৃষক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বাহাদুর ইউনিয়নের ইসলামপুর ঘাট এলাকায় নালা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভেড়ামারা উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুর রশিদ (৫০) এবং শরাফত প্রামাণিকের ছেলে মামুন (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় চার কৃষক রশিদ, মামুন, শরীফুল ও সদু একই নৌকায় পদ্মার বাহাদুরপুর ঢাকার চরে আখ চাষ করতে যাচ্ছিলেন।পথিমধ্যে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে শরীফুল ও সদু সাঁতরে তীরে উঠতে পারলেও রশিদ ও মামুন পানিতে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে দুইজনের মরদেহ উদ্ধার করেন।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, নৌকাটি ছিল তুলনামূলক ছোট এবং নিহত দুইজন সাঁতার জানতেন না। উদ্ধার হওয়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
