মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় উপজেলা যুবদলের আহবায়ক মিলন বহিষ্কার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১২:০৪ এএম
যুবদলের আহবায়ক মিলন বহিষ্কার
expand
যুবদলের আহবায়ক মিলন বহিষ্কার

দলীয় নীতি, আদর্শ ও সংগঠনের শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা যুবদলের আহবায়ক মো. জাকারিয়া আনসার মিলনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও সংহতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সংগঠনের শৃঙ্খলা বিনষ্টের সুনির্দিষ্ট অভিযোগ থাকায় মিলনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এ সিদ্ধান্ত অনুমোদন ও কার্যকর করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না। একই সঙ্গে যুবদলের সব স্তরের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ, গত ৩ নভেম্বর কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে প্রার্থী হিসেবে ঘোষণা করে বিএনপি। এরপর থেকে প্রার্থী পরিবর্তন করে তার পিতা কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম আনছার প্রামানিককে দেওয়ার দাবিতে আন্দোলনে সক্রিয় ভূমিকায় রয়েছেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X