মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঘন কুয়াশা ও ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত কুড়িগ্রাম

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ এএম
ঘন কুয়াশায় বিপর্যস্ত কুড়িগ্রাম
expand
ঘন কুয়াশায় বিপর্যস্ত কুড়িগ্রাম

ঘন কুয়াশা ও ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়েছে উত্তরের জেলা কুড়িগ্রাম। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় দুর্ভোগে জনপদের মানুষ। সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তাপমাত্রা কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে এ অঞ্চলের খেটে-খাওয়া, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

আজ কুড়িগ্রামে বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিন তীব্র ঠান্ডা উপেক্ষা করে জীবিকা নির্বাহের তাগিদে বেরিয়ে পড়েছেন রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুরসহ নানা শ্রেণি–পেশার মানুষ।

যাত্রাপুর ইউনিয়নের দিনমজুর আজিজ মিয়া (৬০) বলেন, “আজ কুয়াশা ও ঠান্ডায় বাড়িতে থাকি বের হওয়া যায় না। বাড়িতে থাকি বের হওয়া যায় না। কী করব? কাজ করি তো খেতে হবে, তাই বের হয়েছি।”

কুড়িগ্রাম সদর উপজেলার পৌর শহরের রিকশাচালক আমিনুল ইসলাম (৫০) বলেন, “ঠান্ডায় বাড়িতে থাকি বের হয়েছি, ভাড়া নাই। লোকজন বাইরে বের হতে না পারলে ভাড়া হবে কী করে? এখন পর্যন্ত ১০ টাকা পেয়েছি। সংসার কীভাবে চলবে চিন্তায় আছি।”

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ বৃহস্পতিবার জেলায় সকাল ৬টায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, “দিনে দিনে শীত আরও প্রকট হচ্ছে। তবে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। হিমেল বাতাস ও ঘন কুয়াশায় দুর্ভোগে পড়ছে মানুষ।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X