রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের আমিরকে যে চ্যালেঞ্জ করলেন ফজলুর রহমান

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৭:২২ পিএম
অ্যাডভোকেট ফজলুর রহমান
expand
অ্যাডভোকেট ফজলুর রহমান

কিশোরগঞ্জ–০৪ (ইটনা–মিঠাইমন–অষ্টগ্রাম) আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান জামায়াতের আমিরকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, এই মোল্লারা কি জানোস রে—যারা জামায়াতে যোগ দাও! আসো, ফজলুর রহমানের সঙ্গে মুখোমুখি হও। আমি জামায়াতের আমিরকে চ্যালেঞ্জ করছি—আমি যে আরবি শিক্ষায় লেখাপড়া করেছি, তিনি তা করেননি। কারণ তিনি বাংলা পড়েছেন, জাসদ করেছেন, আল্লাহ মানতেন না। অথচ আজ তিনি ‘আমিরুল মুমিনিন’ হয়ে গেছেন!

শনিবার (২২ নভেম্বর) কিশোরগঞ্জের ইটনা উপজেলার রাইটুটী ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ফজলুর রহমান এসব কথা বলেন।

তিনি আরও বলেন— হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করলাম—উনি যদি বলতে না পারেন যে তিনি জাসদ ছাত্রলীগ করতেন না, তবে আমি রাজনীতি ছেড়ে দেব। আর জাসদ ছাত্রলীগ করা মানেই—৯০% আল্লাহ-রাসুলকে বিশ্বাস করে না। আর এখন তিনি আমিরুল মুমিনিন! এই সেই জামায়াত—যারা আমার ৩০ লাখ লোককে হত্যা করেছে, যারা আমার মা–বোনের ইজ্জত নষ্ট করেছে, যারা আমার সোনার বাংলা পুড়িয়ে ছারখার করেছে। ৭১ সালে আমি সেই মুক্তিযোদ্ধা—মাকে কাঁদিয়ে, বাবার রক্তচক্ষুর অপেক্ষা উপেক্ষা করে যুদ্ধ করেছি। দিনের পর দিন, মাসের পর মাস—শ্রাবণের বৃষ্টিভেজা রাতে ভাটিগাঁওয়ে থেকে থেকে পাঞ্জাবিদের বুকে গুলি করেছি—দেশ স্বাধীন করেছি। এখন কি সেই জামায়াত–রাজাকারের হাতে আমার মাথা তুলে দেব? দয়া করে আপনারাই বিচার করুন।

অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, আমি বিশ্বাস করি—প্রথমে আমি মানুষ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই তার ধর্ম পালন করবে। ‘আসসালাতু খাইরুম মিনন্নাউম’ বলা মাত্র মুসলমান ফজরের নামাজে যাবে—কেউ বাধা দেবে না। আবার সন্ধ্যার পর যখন মন্দিরে ঘণ্টা বাজবে, হিন্দু তার ভগবানকে ডাকবে—কেউ তাকে বাধা দেবে না। এটা বললে কি মানুষ কাফের হয়ে যায়? যদি বলেন কাফের হয়ে যায়—তাহলে বলুন!

হিন্দু তার ধর্ম পালন করবে, মুসলমান তার ধর্ম পালন করবে—এটাই স্বাভাবিক। বাঙালি জাতিও এভাবেই পরিপূর্ণ থাকে। যেমন একজন মানুষের দুই হাত না থাকলে সে পূর্ণ মানুষ নয়, ঠিক তেমনি একটি জাতি শুধু মুসলমান বা শুধু হিন্দুর উপর দাঁড়িয়ে পূর্ণ হতে পারে না—দু’পক্ষই থাকলে জাতি সম্পূর্ণ হয়।

তিনি আরও বলেন, আমি যদি পার্লামেন্টে যাই—যারা বলে এই দেশে মুক্তিযুদ্ধ হয়নি, রক্তের সাগর সৃষ্টি হয়নি, বরং গণ্ডগোল হয়েছিল যা ইন্ডিয়া লাগিয়েছিল—এমন সব রাজাকার, আলবদরদের দেখে নিব। যদি আমি সংসদে যেতে পারি—তাদের দেখেই নেব।

রায়টুটী ইউনিয়ন বিএনপির সভাপতি এলিম হোসেনের সভাপতিত্বে কর্মী সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট উম্মে কুলসুম রেখা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপি’র সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন