বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দিন-রাত যানজট: তাড়াইলের নগর জীবন ব্যাহত

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৬:১২ পিএম
তাড়াইলে যানজট
expand
তাড়াইলে যানজট

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর এখন যেন স্থায়ী যানজটের নগরী। উপজেলা পরিষদ থেকে শুরু করে থানার মোড়, জাওয়ার রোড ও সদর বাজার পর্যন্ত প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত লেগে থাকে যানজট। ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে নিয়মিত।

স্থানীয়রা জানান, রাস্তায় অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল ও পণ্যবাহী ভ্যানের চাপ বেড়ে গেছে কয়েকগুণ। সড়কের পাশে অবৈধ দোকান ও হকারদের দখলও যানজটকে তীব্র করছে।

দোকানদাররা নিত্যপণ্য সরাসরি রাস্তায় রাখায় চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে। এক গলির বাজার হওয়ায় ব্যবসায়ীদের মালবোঝাই ট্রাক বাজারে ঢুকলে যানজট আরও বেড়ে যায়। উপজেলা পরিষদ থেকে থানার মোড় পর্যন্ত কয়েকশ মিটার এলাকায় যান চলাচল প্রায় স্থবির হয়ে থাকে।

এক পথচারী বলেন, “বাজারে ঢুকলে আর বের হতে ইচ্ছে করে না, কারণ সারাক্ষণই যানজট লেগে থাকে।” ব্যবসায়ীরাও ক্ষোভ প্রকাশ করে জানান, যানজটের কারণে ক্রেতারা বাজারে আসতে অনীহা প্রকাশ করছেন।

এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তেমন নজরদারি নেই। নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় চালকেরা যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী তোলে। এতে সমস্যা আরও বেড়ে যায়।

এ প্রসঙ্গে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিসান আলী বলেন, “যানজট নিরসনে আমরা চেষ্টা করছি। তাড়াইলে নির্দিষ্ট কোনও স্ট্যান্ড না থাকায় যানজট ভয়াবহ আকার ধারণ করছে। এর থেকে উত্তরণের জন্য আমরা প্রতিনিয়ত মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা করি। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথেও মতবিনিময় হয়েছে। নিজ নিজ ইউনিয়নের যানবাহন যদি ওই ইউনিয়নের প্রবেশপথ অতিক্রম না করে, তাহলে যানজট অনেকটা কমে আসবে।”

তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বলেন, “তাড়াইলে ট্রাফিক বিভাগ ও ট্রাফিক পুলিশ নেই। আমরা কোনও ঘটনা ঘটলে তাৎক্ষণিক একশনে যেতে পারি না শুধু যানজটের কারণেই। থানার গেইটেই প্রচুর যানজট লেগে থাকে। অনেক সময় ঘন্টার পর ঘন্টা গাড়ির ভেতর বসে থাকতে হয়।”

সচেতন মহল মনে করেন, সদর বাজার এলাকায় দিনের বেলায় যদি ট্রাক ও লরি চলাচল বন্ধ রাখা যায়,ফুটপাতে হকার ও অবৈধ দোকান সরানো হয় এবং বিকল্প পার্কিং ব্যবস্থা গড়ে তোলা হয়,তবে যানজট অনেকটাই কমে যাবে। সুশীল সমাজ মনে করেন, তাড়াইল বাজার বণিক সমিতি উদ্যোগী হলে ও ব্যবসায়ীরা একযোগে সচেতন হলে যানজট নিরসন সম্ভব।একই সঙ্গে ট্রাফিক পুলিশের স্থায়ী টহল থাকলে তাড়াইলকে যানজটমুক্ত করা সম্ভব। অন্যথায় “যানজটের নগরী তাড়াইল” নামটি আরও স্থায়ীভাবে গায়ে লেগে থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন