

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় পৌর ছাত্রলীগের সাবেক নেতা ফরিদুজ্জামান (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে পাকুন্দিয়া পৌরসদর বাজারের পাটমহাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ফরিদুজ্জামান পাকুন্দিয়া পৌরসদরের টান লক্ষীয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি পাকুন্দিয়া পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ জানায়, গত ১৪ নভেম্বর পাকুন্দিয়া পৌরসদরের শ্রীরামদী এলাকায় ঢাকা–কিশোরগঞ্জ মহাসড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং অবরোধ কর্মসূচি পালনের চেষ্টা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
এ ঘটনায় গত ২ ডিসেম্বর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. খুরশিদ আলম বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০–৬০ জনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদুজ্জামান এজাহারনামীয় ৩৩ নম্বর আসামি ছিলেন।
পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান রাসেল বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ফরিদুজ্জামান এজাহারভুক্ত আসামি ছিলেন। তাই তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
