শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম
বিএনপির মনোনয়নবঞ্চিত পাঁচ নেতা
expand
বিএনপির মনোনয়নবঞ্চিত পাঁচ নেতা

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে মনোনয়নবঞ্চিত পাঁচ নেতার নেতৃত্বে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে জেলা শহরের পুরাতন স্টেডিয়াম চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আখড়া বাজার এলাকায় গিয়ে শেষ হয়। মশাল হাতে বিক্ষোভে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। মিছিল চলাকালে তারা ‘জিয়ার সৈনিক এক হও’, ‘অবৈধ মনোনয়ন মানিনা-মানবো না’সহ বিভিন্ন স্লোগান দেন।

মশাল মিছিলে নেতৃত্ব দেন—২০১৮ সালে দলীয় মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, বিএনপির ঘোষিত প্রার্থী মো. মাজহারুল ইসলাম অতীতে স্বৈরাচারী শাসনের সহযোগী ছিলেন এবং আওয়ামী সরকারের সঙ্গে ‘আতাঁত’ করে চলায় গত ১৭ বছরে তার বিরুদ্ধে একটি মামলাও হয়নি। অথচ দলীয় নির্যাতিত, ত্যাগী ও যোগ্য নেতাদের উপেক্ষা করে তাকে প্রার্থী করা হয়েছে, যা ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবমাননার শামিল।

তারা অবিলম্বে মো. মাজহারুল ইসলামের মনোনয়ন প্রত্যাহার করে নতুন প্রার্থী ঘোষণা করার জন্য বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি জোর দাবি জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X