মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাকুন্দিয়ায় বসতঘরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ এএম
পাকুন্দিয়া থানা
expand
পাকুন্দিয়া থানা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজের বসতঘরে জেসমিন আক্তার (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার রাত ১০টায় উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদি ভিটাপাড়া গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত জেসমিন স্থানীয় লিটন মিয়ার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা আলাদা ঘরে ছিলেন। হঠাৎ ঘরের ভেতর থেকে শব্দ পেয়ে স্বজনরা দৌড়ে গেলে জেসমিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তড়িঘড়ি করে ত্রিপল-নাইন নম্বরে ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে ধারালো অস্ত্র ব্যবহারের প্রমাণ মিলেছে। নিহতের গলা ও ঘাড়ে একাধিক কোপের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার পর এলাকাজুড়ে চরম উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরা জানান, জেসমিন আক্তার শান্ত-স্বভাবের গৃহবধূ ছিলেন। তবে পরিবারে কোনো বিরোধ ছিল কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি কেউ।

পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফ বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে। নিহতের স্বামীসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। খুব দ্রুতই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X