

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ফিরে আনতে দ্রুত নির্বাচন আয়োজন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও জানান, জোট গঠনের বিষয়ে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চললেও এখনও কিছুই চূড়ান্ত হয়নি। আপাতত এককভাবেই নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যাচ্ছে গণঅধিকার পরিষদ।
তিনি বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে দেশের নানা সংকট নিয়ন্ত্রণে আসবে। জরুরি কোনো পরিস্থিতি সৃষ্টি না হলে নির্বাচন পেছানোর কোনো যুক্তি নেই। কিন্তু যাদের আগে নির্বাচন নিয়ে তাড়া ছিল, তারাই এখন নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা করছে।
আবু হানিফ বলেন, আমরা মানুষের কাছে যাচ্ছি। মানুষ পরিবর্তন চায়, তারা সংসদে নতুন প্রজন্মের নেতৃত্ব দেখতে আগ্রহী। স্বাধীনতার ৫৪ বছরে প্রবীণ রাজনীতিবিদরা বহু ক্ষেত্রে ব্যর্থ হয়েছে—এটা মানুষ এখন স্পষ্টভাবে দেখছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে তরুণ নেতৃত্ব সফল হয়েছে, তাই সামনে দায়িত্বও তরুণদের দিতেই চায় জনগণ।
তিনি আরও বলেন, যারা অতীতে সংসদে থেকেও দুর্নীতি ও লুটপাট করেছে, তারা মানুষের আস্থা হারিয়েছে। কিন্তু গণঅভ্যুত্থানের পর থেকেও গণঅধিকার পরিষদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজি বা দখলদারির অভিযোগ ওঠেনি। সুষ্ঠু নির্বাচন হলে জনগণ নতুনদেরই বেছে নেবে।
আওয়ামী লীগের ১৫ বছরের লুটপাট, চাঁদাবাজি ও দখলদারির সমালোচনা করে তিনি বলেন, তারা হয়তো সরে গেছে, কিন্তু সেই সিস্টেম এখনো পুরোপুরি বদলায়নি। একই ধারা অন্য দল অনুসরণ করতে শুরু করায় মানুষ বিরক্ত। কোনো দল ক্ষমতায় যাওয়ার আগেই জনগণ তাদের পতন কামনা করছে। মানুষ চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে ভোট দেবে—এটাই এখন সময়ের দাবি।
মন্তব্য করুন
