সোমবার
০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতকে ভোট দিলে আমার মৃতদেহ পাবেন: ফজলুর রহমান

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম
বক্তব্য রাখছেন ফজলুর রহমান
expand
বক্তব্য রাখছেন ফজলুর রহমান

আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি আমি হইলাম ফজা পাগলা। যে আমাকে এই টাইটেলটা দিয়েছে, তারা হলো স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত। তাদেরকে যদি ভোট দেন, তাহলে আমার মৃতদেহ পাবেন। তাদেরকে ভোট দেবেন? দিবেন?” এভাবেই সমাবেশে কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিটামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

ফজলুর রহমান আরও বলেন, কালকেও আমাকে প্রচণ্ড রকমের বকা দেওয়া হয়েছে কেমন বকা দিয়েছে, তা আপনারা বুঝবেন না। সহ্য করা যায় না। আমার অপরাধ কি? আমি তো জামায়াতে ইসলামী বা মুক্তিযুদ্ধবিরোধীদের কিছু বলিনি। তারা যখন বলতে শুরু করল-৪৭ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, ২৪ সালে শেষ মুক্তিযুদ্ধ হলো। আর ৭১ সালে নাকি শুধু একটা গণ্ডগোল হয়েছিল যেটা নাকি ভারত লাগিয়ে দিয়েছে… তখন তিন দিন আমি অপেক্ষা করেছি।

আমি সাধারণ মানুষের ছেলে, কিন্তু যারা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে, আমি তাদের একজন। যখন দেখলাম কেউ প্রতিবাদ করছে না, আমার দলও চুপ… তখন জীবন-মৃত্যুর ভরসা না করে বাম হাতের আঙুল তুলে আমি বলেছি-‘এই রাজাকারের বাচ্চারা, এখনো জীবিত আছি রে!’ মুক্তিযুদ্ধ আছে, মুক্তিযুদ্ধ থাকবে। তোমরা যদি মুক্তিযুদ্ধকে শেষ করে দিতে চাও তাহলে তোমাদের সঙ্গে আবারও একটা রাজনৈতিক যুদ্ধ হবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট ফজলুর রহমানের সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখা, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস. এম. কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন ঠাকুর প্রমুখ নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন