শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ৮ দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১০:৫২ পিএম
expand
খাগড়াছড়িতে ৮ দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার

খাগড়াছড়ি সদর উপজেলা, পৌরসভা এবং গুইমারা উপজেলায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) ভোর ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি আদেশে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত আদেশে সদর উপজেলা ও পৌর এলাকার ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়। একই দিনে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গুইমারায় জারি করা ১৪৪ ধারা তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবং সংশ্লিষ্ট বাহিনীর পরামর্শের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে সদর উপজেলা ও পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন।

এর আগে ২৩ সেপ্টেম্বর এক মারমা স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে খাগড়াছড়িতে আন্দোলন শুরু হয়। পরবর্তী সময়ে ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর ও গুইমারায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও সহিংসতায় তিনজন পাহাড়ি নিহত হন এবং সেনা কর্মকর্তাসহ অনেকে আহত হন। গুইমারার রামসু বাজার এলাকায় দোকানপাট ও ঘরবাড়িতে আগুন দেওয়া হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জেলা সদরের মহাজনপাড়া, নারিকেল বাগান ও স্বনির্ভর বাজারেও ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন