শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা কার্যকর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ পিএম
expand
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা কার্যকর

খাগড়াছড়ি জেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সিঙ্গিনালা এলাকায় এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় প্রতিবাদ ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতা নামে একটি সংগঠনের ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলমান থাকায় সহিংসতা বা নাশকতা ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এক বিজ্ঞপ্তিতে জানান, শনিবার দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে জননিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে এবং মানুষের জীবন ও সম্পত্তির ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে। আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

অবরোধের কারণে খাগড়াছড়ি জেলার জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। সাজেক ভ্রমণে যাওয়া অসংখ্য পর্যটক সেখানে আটকা পড়েছেন। জেলার বিভিন্ন স্থানে অবরোধ সমর্থনকারীরা সড়কে টায়ার জ্বালানো ও গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ওই রাতে অচেতন অবস্থায় তাকে একটি খেত থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শয়ন শীল (১৯) নামের এক তরুণকে পুলিশ আটক করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন