

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিক্ষোভকারীরা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ারে অনুষ্ঠিত হয় এই মহাসমাবেশ। ‘জুম্ম নারীদের নিরাপত্তা নিশ্চিত কর’-এই স্লোগানে মুখরিত হয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার পাহাড়ি নারী-পুরুষ সমাবেশে যোগ দেন।
এর আগে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে চেঙ্গী স্কয়ারে গিয়ে শেষ হয়। আয়োজনটি হয় ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে।
গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। রাত ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে একটি মাঠ থেকে উদ্ধার করে পরিবারের সদস্যরা।
পুলিশ ইতোমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে একজন তরুণকে আটক করেছে। তবে আন্দোলনকারীদের দাবি, ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা না হলে বিক্ষোভ আরও তীব্র হবে।
মন্তব্য করুন
