মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ছোট ভাইয়ের কুড়ালের কোপে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১২ পিএম
স্বজনের আহাজারি
expand
স্বজনের আহাজারি

গাছ বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহে ছোট ভাইয়ের কুড়ালের কোপে সোহেল হোসেন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত জুয়েল রানা (৩০) পলাতক রয়েছেন। নিহত ও অভিযুক্ত ব্যক্তি সহোদর ভাই।

রোববার (৭ ডিসেম্বর) বেলা তিনটার দিকে সদর উপজেলার বেতাই পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল হোসেন একই গ্রামের মো. শফিউদ্দিনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিযুক্ত জুয়েল রানা প্রবাসী। কয়েকমাস আগে তিনি দেশে ফিরেছেন। সম্প্রতি বড় ভাই সোহেল হোসেনের সঙ্গে তার টাকা পয়সা নিয়ে বিরোধ দেখা দেয়।

রোববার সকালে পৈত্রিক গাছ বিক্রির টাকার ভাগবাটোয়ারা নিয়ে দুই ভাই বিরোধে জড়িয়ে পড়ে। সকালে বিরোধের একপর্যায়ে বড় ভাই সোহেল হোসেনের বটির আঘাত ছোট ভাই জুয়েল রানা আহত হন। পরে দুপুরে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই জুয়েল রানা ধারালো কুড়াল দিয়ে সোহেল হোসেনের বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এঘটনার পরে অভিযুক্ত জুয়েল রানা বাড়ি থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সদর থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অভিযোগ দায়ের সাপেক্ষ্যে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X