সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইনকিলাব মঞ্চের সাথে আজাদী মঞ্চের সংহতি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম
যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে আজাদী মঞ্চ।
expand
যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে আজাদী মঞ্চ।

শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে আজাদী মঞ্চ। এতে সাধারণ খেটে খাওয়া মানুষেরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শহীদ হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে, অন্যথায় ঘরে ফেরা হবে না বলে হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা আরও জানান, আজ মানববন্ধন হলেও সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। অপরাধীরা দণ্ডিত না হলে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন তারা। জুলাই বিপ্লবের পর এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড জাতির জন্য লজ্জাজনক ও দুঃখজনক বলেও উল্লেখ করেন বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন এস কে আসিফ সোহান, ফেরদৌস হাবিব কলিন্স, আসমা, ফেরদৌস পরশ, মারুফ, রাকিব হাসান সজিব, আবির হাসান, মেহনাজ, রাবেয়া, মামুন, রেজাউলসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X