বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যশোরে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ পিএম
যশোরে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প
expand
যশোরে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যশোর নগর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে দুটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার আয়োজনে পৌর সদরের এম এস টি পি স্কুল অ্যান্ড কলেজ মাঠ এবং সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৃথক দুটি মেডিকেল ক্যাম্পে শত শত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্প দুটির উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত জননেতা তরিকুল ইসলামের রাজনীতি ছিল মানুষের জন্য রাজনীতি। মানুষের সুখ-দুঃখ, বিপদ-আপদে পাশে থাকার রাজনীতি। সেই আদর্শকে বুকে ধারণ করেই বিএনপি আজও মানুষের পাশে রয়েছে।

তিনি আরও বলেন, জনগণের ভোটের অধিকার হরণ করা হয়েছে বলেই বিএনপি রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিত্যপণ্যের দাম কমানোর দাবিতেও বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। তরিকুল ইসলামের আহ্বানে সাড়া দিয়ে বেগম খালেদা জিয়া যশোরে ২৫০ শয্যার হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণ করা হবে।

পরে অনিন্দ্য ইসলাম অমিত মেডিকেল ক্যাম্প দুটি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ দলীয় নেতৃবৃন্দ।

ড্যাব নেতা ও মেডিকেল ক্যাম্পের তত্ত্বাবধানকারী ফারুক এহতেশাম পরাগ জানান, মেডিসিন, হৃদরোগ, বক্ষব্যাধি, গ্যাস্ট্রোএন্ট্রোলজি, নেফ্রোলজি, নিউরোমেডিসিন, গাইনি, শিশু, নাক-কান-গলা, অর্থোপেডিক্স, চক্ষু, সার্জারি ও ডেন্টালসহ ১৩টি বিষয়ে ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিয়েছেন। প্রতিটি রোগীকে বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। প্রয়োজন হলে অপারেশনও বিনামূল্যে করা হবে এবং আগামী তিন মাস রোগীদের ফলোআপ চিকিৎসা দেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X