

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
এ ঘটনায় খুলনা জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব মোসাঃ তনিমা তন্বীকে এক নম্বর আসামি করে হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে আহত মোতালেব শিকদারের স্ত্রী রহিমা আক্তার ফাহিমা বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন।খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডিসি সাউথ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, যে বাসায় ঘটনাটি ঘটেছে সেটি তনিমা তন্বীর নামে বরাদ্দ ছিল।
ঘটনার পর নগরীর টুটপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঘটনার আগের রাতে তিনজন ব্যক্তি ওই বাসায় অবস্থান করেছিলেন। ডিসি সাউথ আরও বলেন, ভোরবেলায় সাত-আটজন সন্ত্রাসী বাসায় প্রবেশ করে মোতালেব শিকদারকে জিম্মি করে। এ সময় তাকে মারধর করা হয় এবং হাত-পা বেঁধে টাকা দাবি করা হয়। হামলাকারীরা অভিযোগ তোলে যে মোতালেবের কাছে এক কাঠ অর্থাৎ প্রায় দশ হাজার পিস ইয়াবা রয়েছে। তবে তল্লাশি চালিয়েও তারা কোনো ইয়াবা পায়নি। তার ভাষ্যমতে, পরে ভয় দেখানোর উদ্দেশ্যে হামলাকারীরা একটি গুলি ছোড়ে এবং ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ অবস্থায় মোতালেব শিকদারকে তার সঙ্গে থাকা আরিফ নামের এক ব্যক্তি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তাজুল ইসলাম বলেন, যারা সরাসরি গুলি করেছে এবং যারা টাকা আদায়ের সঙ্গে জড়িত ছিল, তাদের আমরা অতি স্বল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করতে সক্ষম হব।
এদিকে, আলোচিত নারী নেত্রী তনিমা তন্বীকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে। ডিবির ওসি তৈমুর ইসলাম জানান, সোমবার (২২ ডিসেম্বর) রাতে নগরীর টুটপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে এবং সেখান থেকেই জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় ব্যবহৃত একটি গাড়ি যেটি ঘটনার আগের রাতে খুলনা সোনাডাঙ্গা সার্জিক্যালের সামনে অবস্থান করছিল সেটি সোনাডাঙ্গা থানা পুলিশ হেফাজতে নিয়েছে।
উল্লেখ্য, সোমবার বেলা আনুমানিক ১১টা ৪৫ মিনিটে সোনাডাঙ্গা থানাধীন আল আকসা মসজিদ রোডের ১০৯ নম্বর মুক্তা হাউজের নিচতলায় তনিমা তন্বীর ভাড়া বাসায় গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম ও মদের বোতল উদ্ধার করে।বর্তমানে আহত মোতালেব শিকদার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মন্তব্য করুন
