

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি মিজানুর রহমানের (৮৭০৯) রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে কারাগারের অভ্যন্তরে কার্পেট চত্বরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনি গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
কারারক্ষীরা তাঁকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেও ততক্ষণে তিনি মারা যান।
জেলার আবিদ আহমেদ জানান, চলতি বছরের ২৪ জুলাই হত্যা মামলায় দণ্ডিত হয়ে মিজানুর কারাগারে আসেন। স্বাভাবিকভাবে কপোতাক্ষ–৩ ভবনে থাকার কথা থাকলেও কীভাবে তিনি কার্পেট চত্বরে পৌঁছালেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় কারাগারের ভেতরের নিরাপত্তা ব্যবস্থাও নতুন করে আলোচনায় এসেছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন
