সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজা প্রাপ্ত কয়েদির আত্মহত্যা

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম
শোর কেন্দ্রীয় কারাগারে কয়েদির আত্মহত্যা
expand
শোর কেন্দ্রীয় কারাগারে কয়েদির আত্মহত্যা

যশোর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি মিজানুর রহমানের (৮৭০৯) রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে কারাগারের অভ্যন্তরে কার্পেট চত্বরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনি গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

কারারক্ষীরা তাঁকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেও ততক্ষণে তিনি মারা যান।

জেলার আবিদ আহমেদ জানান, চলতি বছরের ২৪ জুলাই হত্যা মামলায় দণ্ডিত হয়ে মিজানুর কারাগারে আসেন। স্বাভাবিকভাবে কপোতাক্ষ–৩ ভবনে থাকার কথা থাকলেও কীভাবে তিনি কার্পেট চত্বরে পৌঁছালেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় কারাগারের ভেতরের নিরাপত্তা ব্যবস্থাও নতুন করে আলোচনায় এসেছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X