মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে জামায়াতের উদ্যোগে স্বৈরাচার পতন দিবস পালিত

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম
যশোরে জামায়াতে ইসলামী
expand
যশোরে জামায়াতে ইসলামী

যশোরে স্বৈরাচার পতন দিবস উপলক্ষে জেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে শহরের ভৈরব চত্বর দরাটানায় আয়োজিত এ সভায় বক্তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনঅধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের। তিনি বলেন, “৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়; এদিনে যশোর মুক্ত হয়েছিল এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়।” তিনি আরও বলেন, কোনো স্বৈরাচারী শাসন চিরস্থায়ী নয়—জনগণ ঐক্যবদ্ধ হলে অন্যায় শক্তি পরাজিত হবেই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। তিনি বলেন, স্বৈরাচার পতনের ইতিহাস প্রমাণ করে—ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিবাদই শক্তিশালী হাতিয়ার। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি নুর-ই আলী নুর মামুন, কর্মপরিষদ সদস্য আবুল হাশেম রেজা, শহর আমির মাওলানা ইসমাইল হোসেন ও শিবির সভাপতি ইব্রাহিম শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ৬ ডিসেম্বর শুধু স্বৈরাচার পতনের দিন নয়, যশোর মুক্ত দিবস হিসেবেও তা স্মরণীয়। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X