বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১০:৩০ পিএম
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহতরা
expand
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহতরা

জামালপুরের ইসলামপুর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে হঠাৎ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে পিয়াস নামে এক কর্মীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে মুমূর্ষু অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মী-সমর্থকেরা তাকে কুলকান্দি গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে ফিরছিলেন। পথিমধ্যে তারা মলমগঞ্জ বাজারে পৌঁছালে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুর অনুসারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলায় ফরহাদপন্থী চারজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে দুজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পিয়াস নামে একজনের অবস্থার অবনতি হলে দ্রুত তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অন্যজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে বিএনপির মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু অসুস্থতার কারণে ঢাকায় চিকিৎসাধীন আছেন বলে তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আতিকুর রহমান এনপিবি'কে বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কী কারণে সংঘর্ষের সূত্রপাত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। কোনো পক্ষ এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন