বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জ সীমান্তে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ করল বিজিবি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম
শিক্ষা উপকরণ বিতরণ করেছে বিজিবি
expand
শিক্ষা উপকরণ বিতরণ করেছে বিজিবি

হবিগঞ্জের মাধবপুর তেলিয়াপাড়া সীমান্ত এলাকায় স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে তেলিয়াপাড়া চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই, খাতা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন বিজিবি সদস্যরা। একই সঙ্গে বিজিবির একটি মেডিক্যাল টিম স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষা বা মাদক দমনেই নয়, সীমান্ত এলাকার মানুষের কল্যাণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন