

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুর তেলিয়াপাড়া সীমান্ত এলাকায় স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে তেলিয়াপাড়া চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই, খাতা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন বিজিবি সদস্যরা। একই সঙ্গে বিজিবির একটি মেডিক্যাল টিম স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষা বা মাদক দমনেই নয়, সীমান্ত এলাকার মানুষের কল্যাণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মন্তব্য করুন
