বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে গণঅধিকার পরিষদের নির্বাচনী সভা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর।
expand
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জে গণঅধিকার পরিষদের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকাল ৪টায় পৌরসভার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর।

তিনি বলেন, “দেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য জনগণ আজ ঐক্যবদ্ধ। গণঅধিকার পরিষদ জনগণের কণ্ঠস্বর হয়ে মাঠে নেমেছে। এই নির্বাচন হবে জনগণের অধিকার ফিরিয়ে আনার লড়াই।”

সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সহ সভাপতি সিরাজুল ইসলাম। এডভোকেট নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন হবিগঞ্জ ৩ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী, চৌধুরী আশরাফুল বারী নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক তোহা, তাওহিদ হাসান, যুগ্ন সম্পাদক ও হবিগঞ্জ ১ আসনের প্রার্থী আবুল হোসেন জীবন সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রিজু এবং বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের তরুণ প্রজন্ম পরিবর্তন চায়। তারা চান এমন একটি রাজনৈতিক সংস্কৃতি, যেখানে মানুষের মতপ্রকাশ ও ভোটাধিকারের নিশ্চয়তা থাকবে।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা নির্বাচনী প্রস্তুতি, মাঠ পর্যায়ের কার্যক্রম, এবং ভোটারদের কাছে গণঅধিকার পরিষদের বার্তা পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ বিপুল উৎসাহে অংশগ্রহণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন