সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে ভারতীয় জিরা জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম
মাধবপুরে পাথরের নিচে লুকানো ভারতীয় জিরা জব্দ
expand
মাধবপুরে পাথরের নিচে লুকানো ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৫ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, সোমবার(১৯ জানুয়ারি) ভোর রাতেে গোপন তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবির বিশেষ টহল দল সীমান্ত থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার মাধবপুর উপজেলার মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়।

রাত আনুমানিক ৩টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক ওই এলাকায় পৌঁছালে টহল দলটি সংকেত দিয়ে ট্রাকটি থামিয়ে তল্লাশি চালিয়ে দেখা যায়, ট্রাকের পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছে বিপুল পরিমাণ ভারতীয় জিরা পরবর্তীতে এগুলো জব্দ করা হয়।

সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে ৫৫ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল এবিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত অবৈধ ভারতীয় জিরা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও চোরাচালান চক্রে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X