

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় দায়ের করা একটি গুরুতর মামলার এক বছর অতিবাহিত হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রবিবার ২৮ ডিসেম্বর বিকাল ৪ টার দিকে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, গত বছরের ১১ অক্টোবর শায়েস্তাগঞ্জ থানাধীন শায়েস্তাগঞ্জ বাজার এলাকায় পারভেজ ফুড প্রোডাক্টসের সামনে ভুক্তভোগীর ভাই জহুরী পারভেজ মিয়ার কাছ থেকে ২০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইয়ের সময় তাকে ধরে নিয়ে গিয়ে ৭ জন দুর্বৃত্ত পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতরভাবে আহত করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং দীর্ঘদিন এম.আর.আই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়। বর্তমানে তিনি শারীরিক ও মানসিকভাবে স্বাভাবিক অবস্থায় নেই।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শায়েস্তাগঞ্জ থানায় জিআর ১৬/২০২৫ (শায়েস্তাগঞ্জ) নম্বরে একটি মামলা দায়ের করা হলেও আজ পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মামলা দায়েরের পর থেকে আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগী পরিবার ও সাক্ষীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। পুলিশ মামলাটি গুরুত্ব সহকারে না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয় দ্রুত জিআর ১৬/২০২৫ মামলার সব আসামিকে গ্রেপ্তার করতে হবে,
সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা তদন্ত করে ব্যবস্থা নিতে হবে, ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মিথ্যা ও হয়রানিমূলক কোনো পাল্টা মামলায় জড়ানোর চেষ্টা বন্ধ করতে হবে।
সংবাদ সম্মেলন থেকে পুলিশ সুপার হবিগঞ্জ, ডিআইজি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।
মন্তব্য করুন
