রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যে দুই আসনে নির্বাচন করবেন তারেক রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ এএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
expand
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসন এই দুইটি আসন থেকে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ রাতে গণমাধ্যমে একথা জানান।

তিনি বলেন, 'আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুইটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করবেন। এটা দলীয় সিদ্ধান্ত। একটি বগুড়া-৬ আসন এবং আরেকটি ঢাকা-১৭ আসন।”

ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়া তিনটি আসনে যথাক্রমে বগুড়া-৭, ফেনী-১ এবং দিনাজপুর-৩ আসনে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুইটি আসনে বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে বিএনপির অন্যতম শরিক বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন বলে বনানী-গুলশান-বারিধারা এলাকায় পোস্টার টানানো হয়েছে।

বর্তমান তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না বলে জানালেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নিজের বাড়ি ভোলা-১ আসনে আন্দালিভ রহমান পার্থ সাহেব নির্বাচন করবেন। তিনি তার দলের নির্বাচনী মার্কায় নির্বাচন করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X