রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতকে ডাকসুর খোলা চিঠি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ এএম
ডাকসু নেতা মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো (ফাইল ছবি)
expand
ডাকসু নেতা মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো (ফাইল ছবি)

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠেয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহা-সমাবেশকে ঘিরে জামায়াতে ইসলামীকে খোলা চিঠি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই খোলা চিঠিটি প্রকাশ করেন।

চিঠিতে মুসাদ্দিক লিখেছেন, ৩ জানুয়ারি, ২০২৬ দুপুর ২-৩টা কৃষি গুচ্ছের পরীক্ষা রয়েছে, যাতে লক্ষাধিক শিক্ষার্থী পরীক্ষা দেবেন। একই দিন দুপুর ১২টায় জামায়াত মহাসমাবেশ ডেকেছে।

যা শহরজুড়ে যানজট সৃষ্টি করে হাজারো শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের কারণ হতে পারে। আজ আমরা দেখেছি রাজনৈতিক যানজটের কারণে ঢাবির ‘এ’ ইউনিটে অসংখ্য শিক্ষার্থীদের স্বপ্ন মুকলেই ঝড়ে গিয়েছে।

জামায়াতকে আহ্বান জানাবো আপনারা শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের কারণ না হয়ে স্বপ্নগড়ার সহযোগী হোন। শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে সমাবেশের সূচি পরিবর্তন করুন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X