

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে দলীয় মনোনয়ন না দিলে গণপদত্যাগসহ তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করানোর ঘোষণা দিয়েছেন গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে গলাচিপা উপজেলা ফিডার রোডে অনুষ্ঠিত বিএনপির বিশেষ বর্ধিত সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। এতে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা একবাক্যে বলেন, পটুয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে হাসান মামুনকেই ধানের শীষ প্রতীক দিতে হবে। অন্যথায় শত শত নেতাকর্মী দলীয় পদ ছেড়ে তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে সহায়তা করবেন।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান ও মিজানুর রহমান খন্দকার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান প্যাদা, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, যুবদলের আহ্বায়ক খন্দকার মশিউর রহমান শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, সভায় সর্বসম্মতিক্রমে হাসান মামুনের পক্ষে অবস্থান নেওয়া হয়েছে। দলীয় মনোনয়ন না পেলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন এবং সে ক্ষেত্রে গণপদত্যাগ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এ বিষয়ে হাসান মামুন বলেন, গলাচিপা ও দশমিনার বিএনপি নেতাকর্মীরা যে সিদ্ধান্ত নেবেন, আমি তাদের সঙ্গেই থাকব। তারা চাইলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও আমি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। গত ২৫ বছর ধরে আমি এই এলাকার নেতাকর্মীদের সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকব।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা দেন। এর আগেই ২২ ডিসেম্বর গলাচিপা উপজেলা বিএনপির নেতাকর্মীরা হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এদিকে, হাসান মামুনকে স্বতন্ত্র প্রার্থী করার দাবিতে দশমিনার তৃণমূল বিএনপি নেতাকর্মীরাও ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন।
কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নুরুল হক নূরের সঙ্গে সমঝোতা মানতে নারাজ বলে জানান তারা। অন্যদিকে নুরুল হক নূর ট্রাক প্রতীক নিয়ে পটুয়াখালী-৩ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
মন্তব্য করুন
