রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ এএম আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ এএম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
expand
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.এ জেড এম জাহিদ হোসেন।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেছেন, আল্লাহ আল্লাহ করে যদি আল্লাহর অশেষ রহমত ও চিকিৎসকদের সর্বোচ্চ চিকিৎসায় তিনি (খালেদা জিয়া) যদি এই সংকটটা উতরে যেতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আমরা ভালো কিছু পাবো।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের একথা জানান ডা. জাহিদ।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান। তারেক রহমান তার মায়ের শয্যাপাশে অনেক সময় অতিবাহিত করেন।

অন্যদিকে দেশি-বিদেশি চিকিৎসকদের মেডিকেল বোর্ডও বৈঠক করেন। যেখানে বোর্ডের সদস্য হিসেবে ডা. জুবাইদা রহমানও ছিলেন।

ডা. জাহিদ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বলেন, ম্যাডাম যখন ভর্তি হয়েছেন তখন কেবিনে ছিলেন, সেখান থেকে সিসিউইতে এখন আইসিইউতে আছেন। যে কারণে তিনি চিকিৎসায় উন্নতি করছেন এটা বলা যাবে না।

এসময় তারেক রহমানের পক্ষ থেকে দলের নেতাকর্মী, সাধারণ মানুষের কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি হাসপাতালে অন্য রোগীদের চিকিৎসা যাতে ক্ষতিগ্রস্ত না হয়ে সে কারণে হাসপাতালে নেতাকর্মীদের অযথা ভিড় না করার অনুরোধ করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X