বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে যুবকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:১১ পিএম
যুবকের মরদেহ উদ্ধার
expand
যুবকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের বদলপুর গ্রামে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে দিগলবাগ গ্রামের সুকুমার দাসের পুকুরে প্রথমে দুই শিশু একটি মরদেহ ভাসতে দেখে। পরে তারা বিষয়টি এলাকাবাসীকে জানালে ঘটনাস্থলে লোকজন ভিড় করেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নিহত যুবকের নাম কামদেব দাস (১৯)। তিনি বদলপুর গ্রামের অশিনী দাসের ছেলে। পেশায় তিনি মূর্তি নির্মাণের কাজ করতেন।

এলাকাবাসীর ভাষ্যমতে, একই গ্রামের সুইটি দাস (পিতা: শংকর দাস)-এর সঙ্গে কামদেব দাসের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের টানে সাক্ষাৎ করতে গিয়ে কামদেব দাস নিখোঁজ হন। নিহতের মা ও ভাইসহ স্থানীয়দের অভিযোগ, বিষয়টি জানাজানি হলে সুইটির বাবা শংকর দাস ক্ষিপ্ত হয়ে কামদেবকে আটক করেন এবং পরে তাদের বাড়িতে হামলার ঘটনাও ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কামদেব দাসের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকবর হোসেন জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X