

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সীমান্তে ১০ বোতল বিয়ারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির একটি টহল দল তেলিয়াপাড়া চা বাগানের ১০ নং সেকশন এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় রাস্তার পাশে সন্দেহজনকভাবে রাখা একটি মোটরসাইকেল ও বস্তা দেখতে পেয়ে টহলদল তাৎক্ষণিকভাবে চালককে জিজ্ঞাসাবাদ করে। পরে বস্তা তল্লাশি করে এর ভেতর লুকিয়ে রাখা ১০ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করা হয়। মোটরসাইকেলসহ ঘটনাস্থল থেকেই চালককে আটক করা হয়।
যার মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লাখ বারো হাজার পাঁচশত টাকা।
আটককৃত যুবক হলো- উপজেলার শাহজাহান পুর ইউনিয়নের তেলিয়াপাড়ার মৃত সুমন তাঁতীর ছেলে শ্রাবন তাঁতী (১৭)।
এবিষয়ে সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি' র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল জানান, জব্দকৃত বিয়ার, মোটরসাইকেল এবং আটক যুবককে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাকারবারি ও মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত আছে।
মন্তব্য করুন
