

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে নিরাপত্তার আওতায় আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার কবির হোসেনের উদ্যোগে উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে সিসি ক্যামেরা স্থাপনের কার্যক্রম চলছে।
এরই ধারাবাহিকতায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেলের অর্থায়নে সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন স্কুলের শিক্ষকেদের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সিসি ক্যামেরা হস্তান্তর করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:জাহিদ বিন কাশেম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান, সহকারী শিক্ষা অফিসার কবির হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
শিক্ষার মানোন্নয়ন ও নিরাপত্তা জোরদারে এ উদ্যোগকে প্রশংসা করেছেন সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকরা।
মন্তব্য করুন