রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে এক যুবককে কুপিয়ে হত্যা, আটক ২

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৫:১০ পিএম
নিহত যুবক মো. আকবর
expand
নিহত যুবক মো. আকবর

চট্টগ্রাম নগরীর হালিশহরে নিজ বাড়ির সামনে কুপিয়ে মো. আকবর (৩৫) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের পরিবারের দাবি, চাঁদা না পেয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর হালিশহর থানার মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত আকবর স্থানীয় আব্দুর রহমানের ছেলে। স্ত্রী ও তিন সন্তান নিয়ে তিনি এলাকাতেই বসবাস করতেন। জীবিকার জন্য তিনি স্থানীয় একটি স্ক্র্যাপ (জং ধাতু) দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতের দিকে মোটরসাইকেলে আসা চার–পাঁচজন সন্ত্রাসী আকবরকে বাড়ির অদূরে ঘিরে ফেলে ধারালো দা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আকবর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বড় বোন জোসনা বেগম জানান, স্ক্র্যাপের দোকানে চাকরির পাশাপাশি আকবর এলাকায় একটি ক্ষুদ্র সমবায় সমিতি পরিচালনা করতেন। সেখানে এলাকার মানুষ টাকা জমা রাখতেন এবং ক্ষুদ্রঋণ দিতেন। সম্প্রতি হালিশহর আবাসিক এলাকার বি-ব্লকের সোহেল ও কাশেমসহ কয়েকজন যুবক তার ভাইয়ের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে খুন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (পশ্চিম) হোসেন মোহাম্মদ কবির ভূঁইয়া শনিবার বলেন, মোটরসাইকেলের পথরোধ করা নিয়ে বাগবিতণ্ডার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। প্রধান অভিযুক্ত সোহেল ও আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।'

তিনি আরও জানান, ‘প্রাথমিক তদন্তে পুলিশ এখনো চাঁদাবাজির কোনো প্রমাণ পায়নি। এর সঙ্গে সত্যিই চাঁদাবাজির কোনো ঘটনা জড়িত থাকলে সেটি তদন্তে বেরিয়ে আসবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন