শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুর কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ এএম আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৮ পিএম
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে আগুন লাগে
expand
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে আগুন লাগে

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে ভোরে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ছয়টার আগ মুহূর্তে বাজারের একটি মুদি মার্কেট থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। দ্রুতই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে গাজীপুর থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়।

এক ব্যবসায়ী জানান, বাজারে শতাধিক দোকান থাকায় ক্ষতির পরিমাণ অনেক বড় হতে পারে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান বলেন, “আমরা সকাল ৫টা ৫৫ মিনিটে খবর পাই। এরপর ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনও আগুন পুরোপুরি নেভেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ তদন্ত শেষে জানা যাবে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন