শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহিলা দল সভাপতিকে অব্যাহতি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১১:১৩ পিএম
সুন্দরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি বিউটি বেগম
expand
সুন্দরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি বিউটি বেগম

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং খোদ উপজেলা বিএনপি ও যুবদলের নেতাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি বিউটি বেগমকে সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা মহিলা দলের কমিটির কার্যক্রমও স্থগিত ঘোষণা করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) মহিলা দল গাইবান্ধা জেলা শাখার সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা এবং সাধারণ সম্পাদক মৌসুমী বেগম তমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে এবং সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিবসহ যুবদল নেতাদের নামে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় উপজেলা মহিলা দলের সভাপতি বিউটি বেগমকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। পাশাপাশি সুন্দরগঞ্জ উপজেলা মহিলা দলের কমিটির কার্যক্রম স্থগিত করা হলো।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মৌসুমী বেগম তমা জানান, কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করে জেলা কমিটি সিদ্ধান্ত নিয়েছে সভাপতিকে অব্যাহতি প্রদান এবং উপজেলা কমিটি স্থগিত রাখার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কমিটির সকল কার্যক্রম বন্ধ থাকবে এবং কেন্দ্রীয় নির্দেশনা প্রাপ্তির পর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

এর আগে গত ১৬ অক্টোবর উপজেলার হরিপুরে 'মওলানা ভাসানী সেতু' এলাকায় দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে বিউটি বেগমের ওপর হামলা চালিয়ে স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেয়া হয় এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ বিউটি বেগমের। এ নিয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিকের নেতৃত্বে কাদের, মমিন, সাদ্দাম ও চঞ্চলসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দিলেও মামলা নেয়নি পুলিশ। পরে গত ২১ অক্টোবর সংবাদ সম্মেলনে বিষয়টি প্রকাশ করে আদালতে পাঁচজনের নামে একটি মামলা করেন বিউটি বেগম।

এদিকে, ঘটনাটিকে “মিথ্যা ও সাজানো নাটক” দাবি করে উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ঘটনার প্রতিবাদে তারা কয়েক দফা বিক্ষোভ মিছিল করেন।

উল্লেখ্য, ২০২১ সালে সুন্দরগঞ্জ উপজেলা মহিলা দলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় জেলা মহিলা দল। ওই কমিটিতে বিউটি বেগমকে সভাপতি এবং শিল্পী বেগমকে সাধারণ সম্পাদক করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন