বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইন হাঁকডাকেই সীমাবদ্ধ লকডাউন, বাস্তব চিত্র স্বাভাবিক 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম
রাজধানী ঢাকার চিত্র
expand
রাজধানী ঢাকার চিত্র

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি ঢাকা লকডাউন বাস্তবের চেয়ে অনলাইনেই বেশি পালন করেছে দলটির নেতাকর্মীরা। সারাদিন রাজধানী ঢাকার চিত্র ছিল স্বভাবিক। গত কয়েকদিনের ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় অনেকে মনে আতঙ্ক বিরাজ করলেও বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কেটেছে স্বাভাবিকভাবে।

যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কায় এদিন সড়কে সাধারণ মানুষের উপস্থিতি কিছুটা কম দেখা গেছে। গণপরিবহনের সংখ্যা ছিল তুলনামূলক কম, তেমন একটা দেখা যায়নি ব্যক্তিগত গাড়িও। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও উপস্থিতির হার ছিল কম।

গত কয়েকদিন ধরে ফেসবুক-ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লকডাউন’ বাস্তবায়নের ঘোষণা দিয়ে আসছিলো আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। দেশে পলাতক থেকে ও বিদেশের মাটিতে বসে এ ঘোষণা দিয়েছিলেন দলটির নেতাকর্মীরা। তবে বাস্তবে সেই আহ্বানে সাড়া দেয়নি সাধারণ মানুষ। রাজধানীর রাজপথেও উপস্থিতি জানান দিতে পারেনি দলটির নেতাকর্মীরা।

যাত্রাবাড়ী, গুলিস্থান, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল, আজিমপুর, কারওয়ান বাজার, মহাখালী, ধানমন্ডি, মিরপুর ও উত্তরাসহ ঢাকার সব স্থানই ছিল স্বভাবিক। প্রতিদিনের মত মানুষ কর্মস্থলে গিয়েছেন, শিক্ষার্থীরা গিয়েছে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে। রাজধানীর বিভিন্ন স্থানে নীরবতা বিরাজ করলেও যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতা ঠেকাতে মোড়ে মোড়ে ছিল পুলিশ, র‍্যাব ও বিজিবির কড়া উপস্থিতি। বিশেষ করে রাজধানীর প্রবেশ পথগুলোতে দেখা গেছে চেকপোস্ট। যেখানে, সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করতে দেখা গেছে।

এদিকে, লকডাউন কর্মসূচির আড়ালে যেকোনো নাশকতা রোধের শ্লোগান নিয়ে রাজপথে দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দলকে। বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে। আপ বাংলাদেশ, জুলাই ঐক্য, ইনকিলাব মঞ্চের মতো সংগঠনগুলোও উপস্থিত ছিলো বিভিন্ন পয়েন্টে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগরের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সাথে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী, লালবাগ, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, গুলশান, রমনা, উত্তরা ও সাইবার ক্রাইম বিভাগের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন