বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে ওজনে কম দেওয়ায় পেট্রোল পাম্পকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম
6982
expand
পেট্রোল পাম্পকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারীতে ওজনে জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগে মেসার্স স্বাধীন ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শিব্বির আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বিএসটিআই সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মেসার্স স্বাধীন ফিলিং স্টেশনের বিরুদ্ধে ভোক্তাদের নানা অভিযোগ ছিল।

অভিযানে গিয়ে দেখা যায়, স্টেশনের অকটেন ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে কম দেওয়া হচ্ছে। ফলে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন’ লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জ্বালানি তেলের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়।

অভিযান চলাকালে চৌরাস্তায় অবস্থিত মেসার্স নাহার ফিলিং স্টেশনও পরিদর্শন করা হয়। সেখানে পেট্রোল ও ডিজেল ইউনিটে পরিমাপ সঠিক পাওয়া গেলেও অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৪০ মিলিলিটার কম পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয় এবং তেলের নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শিব্বির আহমেদ বলেন, ভোক্তাদের কাছে মানসম্পন্ন পণ্য ও সঠিক পরিমাপ নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। অনিয়ম পেলে কেউ ছাড় পাবে না।

অভিযানে বিএসটিআই ফরিদপুর কার্যালয়ের পরিদর্শক (মেট) মোঃ খালিদ হাসান, ফিল্ড অফিসার (সিএম) এস. এম. সোহরাব হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন