সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী জাতীয় সংসদ নির্বাচন সহজ নয়: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
স্মরণসভা ও দোয়া মাহফিলে শামা ওবায়েদ
expand
স্মরণসভা ও দোয়া মাহফিলে শামা ওবায়েদ

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনো সহজ নির্বাচন নয়। এখানে কোনো দল বা প্রার্থীকে ছোট করে দেখার সুযোগ নেই। আমরা কাউকে অবজ্ঞা করবো না। বিএনপি ক্ষমতায় গেলে কী উন্নয়ন করবে, সেটাই জনগণের সামনে তুলে ধরবো।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিলনালিয়া স্কুল মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। জনগণের পাশে থেকেই বিএনপি রাজনীতি করে এবং আগামীতেও করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও খন্দকার টুলু।

আরও বক্তব্য দেন নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরিফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক সাইফুজ্জামান মুকুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোজাম্মেল হোসেন মিঠু।

স্মরণসভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X