

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুর শহরের মুন্সিবাজার এলাকায় অবস্থিত ইউনাইটেড পেট্রোল পাম্পে গভীর রাতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে।
রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৪টা ৩৯ মিনিট থেকে ৪টা ৫০ মিনিটের মধ্যে এই ডাকাতি সংঘটিত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেশীয় অস্ত্রে সজ্জিত প্রায় ১১ জন ডাকাত ওই সময় পেট্রোল পাম্পে প্রবেশ করে। তারা সেখানে কর্মরত অয়েলম্যান সিদ্দিক মিয়া ও চিত্ত দাসকে জোরপূর্বক হাত বেঁধে পাম্পের ভেতরে নিয়ে গিয়ে মারধর করে।
এরপর ডাকাতরা গ্রিলের তালা ভেঙে ক্যাশিয়ারের কক্ষে প্রবেশ করে ক্যাশ বাক্স ভাঙচুর করে।
এ সময় ক্যাশ বাক্সে থাকা আনুমানিক ১ লাখ ৫০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা।
পাশাপাশি পাম্পে উপস্থিত সহকারী ম্যানেজার সোহেল আহমেদের কাছ থেকে একটি মোবাইল ফোন, মানিব্যাগ ও তার মোটরসাইকেলের গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়। অয়েলম্যান সিদ্দিক মিয়ার ব্যবহৃত একটি মোবাইল ফোনও ডাকাতরা নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাত দলের প্রত্যেকের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল।খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে এবং প্রাথমিকভাবে ডাকাতির বিষয়ে তথ্য সংগ্রহ করে।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
ডাকাতির ঘটনায় পেট্রোল পাম্প ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
