সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আপামর জনতা দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম
শামা ওবায়েদ
expand
শামা ওবায়েদ

ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আপামোর জনতা দীর্ঘ ১৭ বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এমনকি নতুন ভোটাররাও বহু বছর ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল শ্রেণি-পেশার মানুষ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলায় মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে শামা ওবায়েদ ইসলাম দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

শামা ওবায়েদ বলেন, নগরকান্দা ও সালথা উপজেলায় তাঁর বাবা, বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমান ব্যাপক উন্নয়নমূলক কাজ করে গেছেন। তাঁর সন্তান হিসেবে তিনিও দীর্ঘদিন ধরে মানুষের পাশে রয়েছেন। সে কারণে তিনি আশা প্রকাশ করেন, জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করবেন।

তিনি আরও বলেন, ফরিদপুর অঞ্চল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ গত ১৭ বছরে এই জেলায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বিশেষ করে সালথা ও নগরকান্দায় স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, উন্নত সড়ক যোগাযোগ, যুবক ও নারীদের কর্মসংস্থানের সুযোগ অত্যন্ত সীমিত। নির্বাচিত হলে এসব খাতে উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

স্থানীয় বিএনপি নেতারা জানান, ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমান এই অঞ্চলের একজন জনপ্রিয় নেতা ছিলেন।

তাঁর মৃত্যুর পর শামা ওবায়েদ ইসলাম রিংকু দীর্ঘদিন ধরে সালথা ও নগরকান্দার মানুষের পাশে থেকে সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তৃণমূল পর্যায়ে তাঁর সাংগঠনিক সক্রিয়তা ও জনসম্পৃক্ততার কারণে বাবার মতোই তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন বলে দাবি করেন নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X