

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


তেলের প্লাস্টিকের বোতলের ওপর লাগানো লেভেল দেখে মনে হবে এটি স্বনামধন্য ব্র্যান্ড ‘প্যারাসুট’ নারিকেল তেল। লেভেলে আছে বিএসটিআইর লোগো। তবে এটি আসল না নকল তা দেখে ভোক্তাদের চেনার উপায় নেই।
এমনই এক ভেজাল তেল তৈরির কারখানার সন্ধান মিলেছে ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর বাজার এলাকায়। কারখানাটিতে আসলের আদলে ‘প্যারাসুট’ নামে ব্যবহার করা হয় ভেজাল নারিকেল তেল।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কারখানাটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার নাঈম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মজ্ঞলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর উপজেলার কৃষ্ণপুর বাজার এলাকার বিউটি ওয়েল এন্ড রাইস মিলে নিরাপদ খাদ্য কতৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই এবং জেলা প্রশাসনের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এসময় অনিবন্ধিত ভাবে অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল উৎপাদন এবং বাজারজাতকরণের সত্যতা পাওয়া, কর্মীদের স্বাস্থ্যসনদ না থাকা এবং প্যারাসুট নারিকেল তেলের মোড়কের আদলে তৈরি নকল তেল পাওয়া গিয়েছে। এই সমস্ত অপরাধ করার প্রেক্ষিতে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ধারা মোতাবেক মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার নাঈম বলেন, অনিবন্ধিত ভাবে অস্বাস্থ্যকর পরিবেশে তেল তৈরি করে বাজারজাতকরণ, কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং নকল মোড়কে প্যারাসুট নারিকেল তেল তৈরির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনিয়মের কারণে প্রাথমিকভাবে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
মন্তব্য করুন
