মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সদরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ পিএম
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা
expand
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ -এই প্রতিপাদ্যে ফরিদপুরের সদরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সদরপুর উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস,এম শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ শাওন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, কৃষি কর্মকর্তা নিটুল রায়, সদরপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব শিকদার প্রমুখ।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজন অংশ নেন।

আলোচনা সভায় বক্তরা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

তারা আরো বলেন, দুর্নীতির বিরুদ্ধে পরিবার থেকে প্রতিরোধ শুরু করা উচিত। দুর্নীতি প্রতিরোধের জন্য সবাইকে স্বোচ্চার হতে হবে। সামাজিকভাবে দুর্নীতিরবাজদের ঘৃণা করতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X