শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিলেন বাবা ‎ ‎

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৬:৩১ পিএম
আটককৃত আল মামুন (৩২)
expand
আটককৃত আল মামুন (৩২)

‎দিনাজপুরের নবাবগঞ্জে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন বাবা মো. নজরুল ইসলাম।

সেই অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলার বিনোদনগর ইউনিয়নের পাঠানগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসীর মাহফুজ। ‎ ‎এ সময় মাদকাসক্ত আল মামুনকে (৩২) আটক করা হয়। ‎ ‎আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মামুন মাদকাসক্ত হয়ে পরিবারের সদস্যদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল। কোনো উপায় না পেয়ে বাবা মো. নজরুল ইসলাম উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। ‎ ‎অভিযোগের ভিত্তিতে বিকেলে অভিযান চালিয়ে মামুনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ৫শ’ টাকা অর্থদণ্ড এবং ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ‎ ‎অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসীর মাহফুজ বলেন, একজন বাবা যখন নিজের সন্তানের বিরুদ্ধে অভিযোগ করতে বাধ্য হন, তখন বুঝতে হবে মাদকের ছোবল কতটা ভয়াবহ। ‎ ‎সমাজকে এই অভিশাপ থেকে রক্ষা করতে আমাদের কঠোর হতে হবে। আইন ভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।অভিযানকালে নবাবগঞ্জ থানার পুলিশ সদস্য এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X