সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ধামরাইয়ে ভাইয়ের হাতে ভাই খুন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ এএম
জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মান্নান (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা
expand
জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মান্নান (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মান্নান (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাই ও ভাতিজার বিরুদ্ধে।

এ ঘটনায় আরও ৪ জন আহত হন। নিহত আব্দুল মান্নান ধামরাই থানাধীন কুশুরা ইউনিয়নের বৈন্যা গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মান্নান নামের ওই বৃদ্ধের মৃত্যু হয়।

এর আগে গতকাল সকালে কুশুরা ইউনিয়নের বন্যা গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গতকাল সকাল ৯ টার দিকে ধামরাইয়ের ওই এলাকায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে মান্নান ও তার পরিবারের ওপর নেওয়াজ ও শাহিনুরসহ বেশ কয়েকজন হামলা চালায়।

এ সময় মান্নান, জুয়েল, রোমা বেগম, তার স্বামী জুয়েল ও ছেলে আল-আমিন আহত হন। আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হন।

এদের মধ্যে মান্নানের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে তাকে নেওয়া হলে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মেয়ে রুমা জানান, বাড়ির জায়গা জমি নিয়ে গত বৃহস্পতিবার আমাকে মারধর করে। গত শনিবার আমার স্বামী ও বাবা মারধরের কথা শুনতে ও প্রতিবাদ করতে গেলে আমার স্বামী ও বাবার উপর লাঠি সোটা দিয়ে অতর্কিত হামলা চালায়।

আমি ও আমার ছেলে তাদেরকে উদ্ধার করতে গেলে আমার দুই চাচা, চাচি ও চাচাতো ভাই আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে আমার বাবার অবস্থা খারাপ হলে তাকে ঢাকা একটি প্রাইভেট হসপিটালে নিয়ে যাই। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয়।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত পূর্বক ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X