সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে শীর্ষ সন্ত্রাসী আটক

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম
টেকনাফে নৌবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী আটক
expand
টেকনাফে নৌবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী আটক

কক্সবাজারের টেকনাফের নাজির পাড়া এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শামশুল হককে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এসময় তার কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল,৩ রাউন্ড পিস্তলের তাজা গুলি,২ টি শর্টগানের তাজাগুলি সহ দেশীয় ধারানো অস্ত্র উদ্ধার করা হয়।

সূত্র জানায়, গত রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট টেকনাফ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে শীর্ষ সন্ত্রাসী শামশুল হক ওরফে বদাফুলা দৌড়ে পালানোর চেষ্টা করলে অভিযানিক দল তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।আটককৃত শামশুল হক ওরফে বদাফুলা দীর্ঘদিন ধরে মাদক পাচার, জিম্মি করে অর্থ আদায় এবং জোরপূর্বক জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানা গেছে।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম সত্যতা আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X