সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চকরিয়ায় বাসের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম
নিহত আরোহী ও মোটরসাইকেল
expand
নিহত আরোহী ও মোটরসাইকেল

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের নিচে পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় রিংভং ছগিরশাহ্ কাটা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শফিউল আলম আয়াজ (২৮)। তিনি চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্টেশনপাড়ার বাসিন্দা ও মো. সেলিম উদ্দিনের বড় ছেলে। তিনি দুবাই প্রবাসী ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরেছিলেন।

পুলিশ জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X