সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রামুতে যুবকের মরদেহ উদ্ধার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ পিএম
বাঁকখালী নদীর মোহনা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
expand
বাঁকখালী নদীর মোহনা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কক্সবাজারের রামু উপজেলায় বাঁকখালী নদীর মোহনা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার সকাল ৮টায় উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকায় নদীর মোহনায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল্লাহ ভুট্টো জানান, সকালে নদীর তীরবর্তী সবজি ক্ষেতে কাজ করতে এসে স্থানীয়রা মরদেহটি দেখতে পান।

ধারণা করা হচ্ছে, নদীর জোয়ারের পানিতে মরদেহটি ভেসে ওই স্থানে এসেছে। মরদেহের পকেট থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার করা মোবাইল ফোনে থাকা সিমকার্ডের তথ্য যাচাই করে প্রায় তিন ঘণ্টা পর সকাল ১১টার দিকে নিহতের প্রাথমিক পরিচয় শনাক্ত করা হয়।

নিহত যুবকের নাম মিনহাজ উদ্দিন তুষার (৩৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের বাসিন্দা এবং ছৈয়দ নুরের পুত্র।

এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ও পিবিআইয়ের একটি টিম কাজ করছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। কীভাবে এবং কোন পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X