মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম
গ্রেপ্তারকৃত আসামিরা
expand
গ্রেপ্তারকৃত আসামিরা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে ১৬শ’ পিস ইয়াবা সহ তিন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান।

এসময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল সেট জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উখিয়ার কুতুপালং ১ ইষ্ট ডি-৩ ব্লকের বাসিন্দা নুর আলমের ছেলে মোঃ মোজাম্মেল (২৫),একই রোহিঙ্গা ক্যাম্পে ডি-৫ ব্লকের বাসিন্দা মোঃ আমিন এর ছেলে মোঃ আরাফাত (২৩) ও মোহাম্মদ আমিন এর ছেলে আজমল হোসেন (৩০)।

রোববার বিকালে উখিয়ার কুতুপালং ইষ্ট-১ ও ওয়েস্ট এর বিভিন্ন সাব ব্লকে এ অভিযান চালানো হয়।সোমবার সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন গ্রেপ্তারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

এদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X